Sunday, November 4, 2012

ভিয়েতনামের ঐতিহ্যবাহী প্যাগোডা পরিদর্শন প্রধানমন্ত্রীর (আগামী ৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলন)




Sun, Nov 4th, 2012 3:41 pm BdST
ঢাকা, নভেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাওসের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে ভিয়েতনামের নিন বিন শহরের বাই দিন বৌদ্ধমন্দির পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

ভিয়েতনাম সফরের শেষ দিন রাজধানী হ্যানয় থেকে একশ’ কিলোমিটার দূরে এই বৌদ্ধ মন্দিরে পৌঁছলে নিন বিন পিপলস কমিটির চেয়ারম্যান বুই ভান তাকে অভ্যর্থনা জানান। 

প্রধানমন্ত্রী আধ ঘণ্টা প্যাগোডার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, অ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা, বাংলাদেশের বৌদ্ধ ভিক্ষু সত্যানন্দ প্রিয় মহাথেরো ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রনব বড়–য়া এসময় উপস্থিত ছিলেন। 

এ সময় এক প্রার্থনাসভায় বাংলাদেশ ও ভিয়েতনামের জনগণের উন্নতি ও শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। 

বাই দিন পার্বত্য অঞ্চলের এই প্যাগোডা পর্যটনের দিক থেকে ভিয়েতনামের অন্যতম আকর্ষণ। সরকার বাই দিন এলাকাকে ১৯৯৭ সালে সাংস্কৃতিক ও ঐতিহাসিক এতিহ্য হিসেবে ঘোষণা করে। 

আগামী ৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে যোগ দিতে প্যাগোডার প্রধান ও ভিয়েতনামের নেতাদের আমন্ত্রণ জানান শেখ হাসিনা। 

এশিয়া ও ইউরোপীয় দেশগুলোর ৪৮ জাতি ফোরামের সম্মেলনে যোগ দিতে রোববার বিকেলে ভিয়েতনাম থেকে লাওস যাবেন শেখ হাসিনা। 

তিন দিনের সফরে শুক্রবার সকালে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/২২৪৫ ঘ.

No comments:

Post a Comment