Friday, November 2, 2012

বুদ্ধ, অশোক ও আমরা




ওমর শামস | ২০ অক্টোবর ২০১২ ৯:৪৯ অপরাহ্ন
buddha.gif
শরনং গচ্ছামি
ঝ’রেছে তোমার পুণ্য পুন্ড্র হতে হরিকেল দু’হাজার সাল, জানে নাকি বাংলার জন?
হতবাক শুপুরিরা, হায়! – কান্ড স্থির, উড়েছে সকল পাখি – নিস্তব্ধ, বিহবল এখন।
জ্ঞানের-প্রাণের-ধ্যানের – শুদ্ধির এ আগুন নয়, - জ্বলে ধ্বংসের । জরা-মুক্তি পরে,
হে বুদ্ধ! শেখাও- কি ক’রে রক্ত থেকে সমুচ্ছেদ – হিংসা, হনন আর দ্বেষের গঠন?
bakhtiar.gif
বখতিয়ার খিলজির প্রতি
বাহবা! বাহবা! মাত্র সতেরো সৈন্যে মসনদ জিতে গেলে খিলজি বখতিয়ার।১
বাজুতে তাকত ছিল, মানি, - তবু পাওনি ইলম-হক-প্রজ্ঞার সার !
কি ক’রে করলে খুন নিরস্ত্র ভিক্ষুক, পোড়ালে নালন্দার স্তুপাকার পুঁথি ,
সেনাপতি, শোননি সবক প্যারা রসূলেরঃ জ্ঞানলাভে চীনে যাও প্রান্তে দুনিয়ার।
১ বখতিয়ার খিলজি নালন্দা ধ্বংস করেছিলেন।
ashoker-chaka.gif
অশোকের চাকা 
প্রজাগণই আমার সন্তান, উহাদের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গলসাধনই
আমার একমাত্র উদ্দেশ্য।
 — সম্রাট অশোক
আপনিও হাত দ্যান, — বঙ্গের বৃক্ষরে ধ’রে দিই দৃঢ় ঝাঁকা।
মৃত ডাল ঝ’রে যাবে – কীটদষ্ট মেওয়া যত, পচা অতি পাকা।
পরস্বাপহারী পাখি, — কঠোর, ক্লিন্ন ঠোঁট অন্ধ কোটরে বাস। ঝাঁকা দ্যান,
স্তম্ভ কাত, উড়ুক বিহঙ্গম, সানন্দে গড়াক ফের অশোকের চাকা।

No comments:

Post a Comment