Saturday, November 3, 2012

যুক্তরাষ্ট্রের নির্বাচনে সরকারি প্রচারপত্রে ঠাঁই পেল বাংলা


লেখক: ইত্তেফাক রিপোর্ট  |  শনিবার, ৩ নভেম্বর ২০১২, ১৯ কার্তিক ১৪১৯
যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচনের সরকারি প্রচারপত্রে এবার জায়গা করে নিয়েছে বাংলা ভাষা। নিউইয়র্কের নির্বাচন বোর্ড ভোটারদের কাছে পাঠানো তাদের নির্দেশিকায় অন্য তিনটি ভাষার সাথে বাংলাও লিখেছে। এ ঘটনায় অভিবাসী বাংলাদেশিরা আনন্দিত। তারা বলছেন, এর মধ্য দিয়ে বাংলাকে বিশ্বজনীন ভাষা করার ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি হয়েছে। গতকাল শুক্রবার বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘একাত্তর টিভি’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভোটারদের কাছে পোস্টকার্ডে বাংলায় লেখা নির্দেশিকায় বলা হয়েছে কিভাবে, কোথায় ভোট দিতে হবে। কেবল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই লক্ষাধিক বাংলাদেশির বসবাস। এছাড়া পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষীরাও রয়েছে এখানে। নিউইয়র্কে বসবাসকারী বিশিষ্টজনেরা বলছেন, ভোটে এবার প্রথম হলেও ২০০৪ সাল থেকে শিক্ষাবোর্ডের নির্দেশনা অনুযায়ী স্কুল থেকে পাঠানো চিঠিতে বাংলা জায়গা করে নেয়। দুই  বছর আগের আদমশুমারির আবেদনপত্রেও ছিল বাংলা। এমনকি কিছু হাসপাতালেও নির্দেশনা দেয়া হচ্ছে বাংলা ভাষায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালিদের যে আত্মত্যাগ, তা নেই অন্য কোন জাতির। আর তাই এই ভাষা হবে বিশ্বজনীন এটা অনেকদিনের প্রত্যাশা। এমনকি বাংলাকে জাতিসংঘের প্রাতিষ্ঠানিক ভাষা করার দাবিও তোলা হয়েছে। অভিবাসী বাংলাদেশিরা বলছেন, একদিন সেই স্বীকৃতিও পাওয়া যাবে।

No comments:

Post a Comment