Thursday, November 15, 2012

উখিয়ায় দুই বৌদ্ধ বিহারে নাশকতার ‘হোতা’ গফুর ও গিয়াস গ্রেফতার



লেখক: কক্সবাজার প্রতিনিধি  |  শুক্রবার, ১৬ নভেম্বর ২০১২, ২ অগ্রহায়ণ ১৪১৯
আদালতে একজনের দোষ স্বীকার
উখিয়া উপজেলার পশ্চিম মরিচ্যা দিপাংকুর বৌদ্ধ বিহার ও রাজাপালং জাদিমুরা বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের ঘটনার ‘হোতা’ হিসেবে পরিচিত পূর্ব মরিচ্যা গ্রামের আবদুল গফুর (২৫) এবং কাশিয়ারবিল গ্রামের গিয়াস উদ্দিনকে (২৫) গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাত ৮টায় উখিয়া থানার পুলিশ মরিচ্যাবাজার ও কোটবাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গতকাল বৃহস্পতিবার বিকালে আদালতে হাজির করা হলে গিয়াস দোষ স্বীকার করেন।
উখিয়া থানার সাব ইন্সপেক্টর (এসআই) আবুল হাশেম সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ করে লুটপাট করার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন। গতকাল তারা উখিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতেও স্বীকারোক্তি দেন। পুলিশের দাবি, গত ৩০ সেপ্টেম্বর দুর্বৃত্তরা  মরিচ্যা বৌদ্ধ মন্দির ও জাদিমুরা বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগসহ বসতবাড়িতে লুটপাট চালায়। ওই ঘটনায় পুলিশ উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরীসহ ২৬ জনকে আসামি করে একটি মামলা করে। ওই দুই মামলায় এ পর্যন্ত ২৯৪ জনকে গ্রেফতার করা গেলেও মামলার প্রধান আসামি উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারকৃতদের মধ্যে ১৫ জন আদালতে দোষ স্বীকার করেছেন।

No comments:

Post a Comment