Wednesday, November 30, 2011

Buddhism won “The Best Religion In The World” award in 2009.07.15 at Geneva.

 The Geneva-based International Coalition for the Advancement of Religious and Spirituality (ICARUS) has bestowed The Best Religion In the World award this year on the Buddhist Community.


This special award was voted on by an international round table of more than 200 religious leaders from every part of the spiritual spectrum. It was fascinating to note that many religious leaders voted for Buddhism rather than their own religion although Buddhists actually make up a tiny minority of ICARUS membership. Here are the comments by four voting members:

Jonna Hult, Director of Research for ICARUS said It wasn't a surprise to me that Buddhism won Best Religion in the World, because we could find literally not one single instance of a war fought in the name of Buddhism, in contrast to every other religion that seems to keep a gun in the closet just in case God makes a mistake. We were hard pressed to even find a Buddhist that had ever been in an army. These people practice what they preach to an extent we simply could not document with any other spiritual tradition.
 
A Catholic Priest, Father Ted O'Shaughnessy said from
Belfast , As much as I love the Catholic Church, it has always bothered me to no end that we preach love in our scripture yet then claim to know God's will when it comes to killing other humans. For that reason, I did have to cast my vote for the Buddhists.


A Muslim Cleric Tal Bin Wassad agreed from
Pakistan via his translator. While I am a devout Muslim, I can see how much anger and bloodshed is channeled into religious expression rather than dealt with on a personal level. The Buddhists have that figured out. Bin Wassad, the ICARUS voting  member for Pakistan 's Muslim community continued, In fact, some of my best friends are Buddhist.

And Rabbi Shmuel Wasserstein said from
Jerusalem, Of course, I love Judaism, and I think it's the greatest religion in the world. But to be honest, I've been practicing Vipassana meditation every day before minyan (daily Jewish prayer) since 1993. So I get it.

However, there was one snag - ICARUS couldn't find anyone to give the award to. All the Buddhists they called kept saying they didn't want the award.

When asked why the Burmese Buddhist community refused the award, Buddhist monk Bhante Ghurata Hanta said from
Burma , We are grateful for the acknowledgement, but we give this award to all humanity, for Buddha nature lies within each of us. Groehlichen went on to say We're going to keep calling around until we find a Buddhist who will accept it.  We'll let you know when we do.

Friday, November 11, 2011

পাকিস্তানের স্কুলগুলোতে সংখ্যালঘুদের ঘৃণা করতে শেখানো হচ্ছে


Prothom Alo
boshudha.com
ঢাকা, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১১, ২৬ কার্তিক ১৪১৮, ১৩ জিলহজ ১৪৩২

http://http.cdnlayer.com/prothomalo1998/resize/maxDim/340x1000/img/uploads/media/2011-11-10-09-05-53-090347900-pakistan.jpg

পাকিস্তানের স্কুলগুলোতে সংখ্যালঘুদের ঘৃণা করতে শেখানো হচ্ছে। বিভিন্ন স্কুলের পাঠ্যসূচিতে হিন্দু ও খ্রিষ্টানদের প্রতি অবমাননাকর মন্তব্য ও অসহিষ্ণু মনোভাব পোষণে উসকানি দেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, সংখ্যালঘুদের ইসলামের শত্রুমনে করছেন সেখানকার অধিকাংশ শিক্ষক।
গতকাল বুধবার প্রকাশিত মার্কিন সরকারের একটি কমিশনের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে বলে দ্য টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।
পাকিস্তানে কতটা ব্যাপকভাবে কট্টর ইসলামের বিস্তার ঘটছে এবং দেশটিতে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার কারণ এ প্রতিবেদনে অনুসন্ধান করা হয়েছে।
এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের চেয়ারম্যান লিওনার্দো লিও বলেন, ‘বৈষম্য সৃষ্টিকারী শিক্ষা দেওয়ার ফলে দেশটিতে উগ্র ধর্মপন্থীর সংখ্যা বেড়ে যাচ্ছে। এতে ধর্মীয় স্বাধীনতা, জাতীয় ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক নিরাপত্তা দুর্বল হয়ে পড়ছে।
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। কিন্তু ভারতের সঙ্গে তিনটি যুদ্ধ এবং আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত শাসনের বিরুদ্ধে যুদ্ধে জঙ্গিদের প্রতি রাষ্ট্রীয় সমর্থন দেশটিকে ভাবমূর্তি সংকটে ফেলে দেয়। এমন কী সে সময় ধর্মীয় সংখ্যালঘু এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় অনেককেই প্রাণ দিতে হয়।
মার্কিন সরকারের ওই কমিশনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ধর্মীয় বৈষম্য নিরসনে বিশেষত শিক্ষার ক্ষেত্রে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেশটির কট্টরপন্থীদের প্রবল বিরোধিতার মুখে পড়তে পারে। পাকিস্তানের চারটি প্রদেশের প্রথম থেকে দশম গ্রেডের ১০০টির বেশি পাঠ্যপুস্তকের ওপর অনুসন্ধান চালিয়ে প্রতিবেদনটি তৈরি করেছে সংশ্লিষ্টরা। তারা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৩৭টি বেসরকারি স্কুলের ২৭৭ জন এবং ১৯টি মাদ্রাসার ২২৬ জন শিক্ষার্থী ও শিক্ষকের সঙ্গে কথা বলেন।
পাকিস্তানের পাঠ্যপুস্তকগুলোতে ইসলামীকরণ শুরু হয় মার্কিন-সমর্থিত একনায়ক জেনারেল জিয়াউল হকের শাসনামল থেকে। তিনি ইসলামপন্থীদের তাঁর সমর্থক মনে করতেন। প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে সরকার পাঠ্যপুস্তকের বিভিন্ন অসংগতি দূর করার পরিকল্পনার কথা ঘোষণা করলেও তা বাস্তবায়ন করেনি।
প্রতিবেদনে দেখা যায়, সংখ্যালঘুদের বিশেষত হিন্দুদের চরিত্র-চিত্রণের ক্ষেত্রে সবার নেতিবাচক প্রবণতা লক্ষণীয়।
১৮ কোটিরও বেশি জনসংখ্যা অধ্যুষিত পাকিস্তানের এক শতাংশের কিছু বেশি মানুষ হিন্দু ধর্মাবলম্বী। আর প্রায় দুই শতাংশ খ্রিষ্টান। এ ছাড়া বৌদ্ধ ও শিখ ধর্মের অল্প কিছু মানুষ আছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে সংখ্যালঘুরা মুসলমানদের তুলনায় খুব কম সুযোগ-সুবিধা পেয়ে থাকে।