দিনাজপুর অফিস | তারিখ: ০৩-১১-২০১২
কক্সবাজার জেলার রামুতে বৌদ্ধমন্দির ও বসতিতে চালানো নারকীয় ঘটনার প্রতিবাদে এবং সম্প্রীতির আহ্বান জানিয়ে আজ শনিবার সন্ধ্যায় ‘প্রদীপ প্রজ্বালন কর্মসূচি’ পালন করেছে দিনাজপুরবাসী।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দিনাজপুর প্রেসক্লাব চত্বরে দিনাজপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী-কর্মী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, নারীনেত্রী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতা ও সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রজ্বলিত মোমবাতি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অশুভ ও অসাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করেন।
কর্মসূচি চলাকালে দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মির্জা আনোয়ারুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র সফিকুল হক, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি বাবু ভোলানাথ ব্যানার্জি, প্রেসক্লাবের সভাপতি চিত্ত ঘোষ, সচেতন নাগরিক কমিটি দিনাজপুরের সভাপতি মো. হাবিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
No comments:
Post a Comment