Wednesday, November 14, 2012

‘সাম্প্রদায়িকতার বীজ ধর্মীয় রাজনীতিতে’




Wed, Nov 14th, 2012 7:41 pm BdST
ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি চালু থাকায় তা থেকে সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিচ্ছে। 

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে এইকথা বলেন তিনি। সংসদ সদস্য আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে রেওয়াজ অনুযায়ী পঞ্চদশ অধিবেশনের প্রথম দিনে সব কার্যক্রম স্থগিত রাখা হয়। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। 
শেখ হাসিনা বলেন, “রাজনীতিতে ধর্মের যোগ বা ধর্মভিত্তিক রাজনীতি ইতোমধ্যেই এক রাজনৈতিক সমস্যায় পরিণত হয়েছে। ধর্মীয় রাজনৈতিক উন্মাদনার মধ্যে নিহিত থাকা সাম্প্রদায়িকতার বীজ মাথাচাড়া দেবে সেটাই স্বাভাবিক।” 

রামুতে বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলা নিয়ে সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলীর এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। 

আওয়ামী লীগ সভানেত্রী ধর্মভিত্তিক রাজনীতির বিরুদ্ধে বললেও তা নিষিদ্ধে বামপন্থী বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের দাবিতে এখন পর্যন্ত তার দলের কোনো সাড়া দেখা যায়নি। 

শেখ হাসিনা বলেন, “১৯৭৫ এর ১৫ অগাস্টের পর বাংলাদেশের রাজনীতিতে অনেক অবাঞ্ছিত/অশুভ মত-পথের সংযোজন হতে থাকে।” 

একই প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী রামুর ঘটনার পর সরকারের গৃহীত পদক্ষেপ সংসদে তুলে ধরেন। 

সরকারদলীয় সংসদ সদস্য মাহমুদ-উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে দেশের শিল্প উন্নয়ন ও বিকাশে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিল্প আইন এবং জাহাজ নির্মাণ শিল্প নীতিমালা প্রণয়নের কাজ চলছে। 

এছাড়া খসড়া ট্রেড মার্কস রুলস-২০১২, খসড়া পেটেন্ট আইন-২০১২, খসড়া ডিজাইন আইন-২০১২ ও খসড়া জিওগ্রাফিকাল ইন্ডিকেশনস (জিআই) অ্যাক্ট-২০১২ প্রণয়নের কাজ চলছে বলে জানান তিনি। 

নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, বেসরকারি মোবাইলে অপারেটরদের মধ্যে থ্রি-জি/ ফোর-জি/ লং টার্ম ইভোল্যুশন লাইসেন্স দেয়ার লক্ষ্যে ইতোমধ্যে আলোচনা করে নীতিমালা তৈরির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। 

আগামী বছরের প্রথম ভাগে বেসরকারি অপারটেরদের থ্রি-জি লাইসেন্স দেয়া যাবে বলে জানান তিনি, যা বর্তমানে শুধু রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটককে দেয়া হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯৩৬ ঘ.

No comments:

Post a Comment