Wednesday, October 31, 2012

প্রধানমন্ত্রী জঙ্গিদের বিরুদ্ধে কথা বলায় মৌলবাদীরা বৌদ্ধ বিহারে হামলা করে


লেখক: রাঙ্গামাটি প্রতিনিধি  |  বুধবার, ৩১ অক্টোবর ২০১২, ১৬ কার্তিক ১৪১৯

উগ্রপন্থিদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কথা বলায় তা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে মৌলবাদীরা রামু ও পটিয়ার বৌদ্ধ বিহারে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
গতকাল মঙ্গলবার রাঙ্গামাটির আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারে বৌদ্ধদের অন্যতম প্রধান উত্সব কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, বৌদ্ধ বিহারে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি দেশে সামপ্রদায়িক সমপ্রীতি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সরকার দেশের সকল ধর্মের মানুষের স্বার্থ সংরক্ষণে বদ্ধপরিকর।
পরে আসামবস্তী বুদ্ধাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ করুনাপাল ভিক্ষুসহ অন্য ভিক্ষুসংঘকে চীবর দান করা হয়। এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মোস্তাফা কামাল, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুছা মাতব্বর উপস্থিত ছিলেন।



No comments:

Post a Comment