Monday, October 1, 2012

কোরআন অবমাননার অভিযোগে উত্থাল রামু : বাড়ি ঘর ও মন্দিরে হামলা, অগ্নি সংযোগ


coxsbazarnews.net

কোরআন অবমাননার অভিযোগে উত্থাল রামু : বাড়ি ঘর ও মন্দিরে হামলা, অগ্নি সংযোগ
সেপ্টেম্বর ৩০, ২০১২
কক্সবাজার নিউজ ডটকম:কক্সবাজারের রামুতে কোরআন অবমাননার অভিযোগে গতকাল শনিবার রাত ১০টা থেকে মুসলমানেরা বিক্ষোভ করেছে। রামুর প্রত্যন্ত এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে রামু ষ্টেশনে মিলিত হয়ে তারা প্রতিবাদ সভাও করেছে। কিন্তু উত্তেজিত জনতা মারমুখী হয়ে বৌদ্ধ সম্প্রদায়ের বাড়ী ঘরে হামলা ও মন্দিরে আগুন দিয়েছে।
জানা গেছে, উত্তম কুমার বড়ুয়া নামে রামুর একজন ফেসবুক ইউজার ইনসাল্ট আল্লাহনামক ফেসবুক গ্রুপ থেকে কোরআনের উপর পা রাখা একটা ছবি শেয়ার করে। এ সুত্র ধরে রামুর ধর্মপ্রাণ মুসলমানেরা বিক্ষোভে ফেটে পড়ে।খন্ড খন্ড  মিছিল সমবেত হলে  পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে । তারা বিভিন্ন বড়ুয়া ও হিন্দু পাড়ায় হামলা চালায় । মন্দিরে , মন্দিরে হামলা ও আগুন দিয়েছে উত্তেজিত জনতা । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে চেষ্টা চালাচ্ছে পুলিশ । কক্সবাজারের প্রশাসনের উর্ধতন   কর্মকতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনার চেষ্ঠা করছে । সবাইকে সংযত থাকার অনুরোধ করেছে প্রশাসন।


No comments:

Post a Comment