Thursday, October 25, 2012

রামুর লুট হওয়া বুদ্ধমূর্তি উদ্ধার


বৃহস্পতিবার | ২৫ অক্টোবর ২০১২ |

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার সময় লুট হওয়া একটি বুদ্ধমূর্তি উদ্ধার করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের জারুলতলা সেতু থেকে পরিত্যাক্ত অবস্থায় র‌্যাব-৭ এর একটি দল তা উদ্ধার করে। 

র‌্যাব-৭ এর একজন কর্মকর্তা জানান, ১২ সেন্টিমিটার উচ্চতার এবং ৫৬৫ গ্রাম ওজনের বুদ্ধমূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। 

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে কোরআন অবমাননার অভিযোগে কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতি ও মন্দিরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট চালানো হয়। এরপর চট্টগ্রামের পটিয়া ও কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় একইভাবে হামলা হয়। রামুতে হামলার এ মূর্তিটি লুট করা হয়েছিল।

No comments:

Post a Comment