Monday, October 1, 2012

কক্সবাজারের রামুতে রামুতে ১৪৪ ধারা জারি


কক্সবাজারের রামুতে রামুতে ১৪৪ ধারা জারি
রোববার | ৩০ সেপ্টেম্বর ২০১২ | ১৫ আশ্বিন ১৪১৯ | ১৩ জিলকদ ১৪৩৩
কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসত বাড়ি উপাসনালয়ে হামলার ঘটনায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ রোববার ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণে জানা যায়, ফেইসবুকে কোরান অবমাননা নিয়ে একটি ছবি প্রকাশের জের ধরে শনিবার রাত ৯টার দিকে রামু উপজেলার ৫টি গ্রামে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপাসনালয় বাড়িঘরে হামলার ঘটনা ঘটে।

এতে একশরও বেশি বাড়ি ভাঙচুর করা হয়। এছাড়া ১০টি মন্দির ৩০টি বাড়িঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ, সেনাবাহিনী বিজিবি রাত ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল ৮টা থেকে রামুতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল জানান, উত্তেজনার নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

No comments:

Post a Comment