Wednesday, January 23, 2013

ধামইরহাটে বৌদ্ধ বিহারে খননকালে১৪টি মূর্তি উদ্ধার


ঢাকা, বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি ২০১৩, ১১ মাঘ ১৪১৯, ১১ রবিউল আওয়াল ১৪৩

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর ধামইরহাট উপজেলার ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার জগদ্দলে ১৪টি ব্রঞ্চের মূর্তি পাওয়া গেছে। সরেজমিন পরিদর্শনকালে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল খনন কাজ শুরু করার কাজে নিয়োজিত শ্রমিকগণ ভিক্ষুকক্ষের কুলঙ্গী থেকে একটি মূর্তির সন্ধান পায় এবং কিছুক্ষণ পর ছোট-বড় ও মাঝারী সাইজের মোট ১৪টি (ব্রঞ্চের) মূর্তি উদ্ধার করা হয়। পাহাড়পুর জাদুঘরের কাস্টরিয়ান মাহবুব আলম জানান, মূর্তিগুলো আপাতত বগুড়া অফিসে এবং প্রয়োজনবোধে ঢাকায় নিয়ে যাওয়া হতে পারে। মূর্তি উদ্ধারের খবর পেয়ে হাজারো উত্সুক জনতা বিহারে ভিড় জমায়। সরকারের কাছে এলাকাবাসীর দাবি এই বিহারের সকল সম্পদ উদ্ধারপূর্বক এই উপজেলায় সংরক্ষণ করা হোক।

No comments:

Post a Comment