মিজানুর রহমান |
নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩-০২-২০১৩
জাতীয় মানবাধিকার
কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, ‘সংবিধানের সাংবিধানিক অধিকারের সুযোগ
নিয়ে জামায়াত-শিবির অগণতান্ত্রিক কাজ করবে, সংবিধানবিরোধী কাজ করবে, তা হতে পারে
না। জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে, শহীদ মিনার ভেঙে ফেলে এরা স্বাধীনতার বিরুদ্ধে
অবস্থান নিয়ে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে। রাষ্ট্র আর চুপচাপ বসে থাকতে পারে না।
রাষ্ট্রকে আইনের মাধ্যমে এ ধরনের দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
আজ শনিবার
রাজধানীর জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমিতে খাদ্য অধিকার-বিষয়ক জাতীয়
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে গণমাধ্যমের কর্মীদের প্রশ্নের উত্তরে মিজানুর
রহমান এসব কথা বলেন। খাদ্য-অধিকার ও সামাজিক নিরাপত্তা আন্দোলনের পক্ষ থেকে এ
সম্মেলনের আয়োজন করা হয়।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সংবিধানে এমন
অনেক কিছু আছে, যা না থাকলেই ভালো হতো। যেমন—সংবিধানে এখনো আছে ধর্মভিত্তিক রাজনীতি
করা যাবে। অথচ জনগণের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা ছিল, এ ধরনের রাজনীতি করার সুযোগ দেশে
থাকবে না।’
মিজানুর রহমান ওই সম্মেলনে বলেন, ‘ আশা করি গতকালের (শুক্রবার)
তাণ্ডব দেখে সরকার সংবিত্ ফিরে পাবে। সরকার বুঝবে যে ধর্মনিরপেক্ষতার কথা বললে সেই
সমাজে, রাষ্ট্রে ধর্মভিত্তিক রাজনীতিকে চলতে দেওয়া যায় না।’
মানবাধিকার
কমিশনের চেয়ারম্যান আরও বলেন, জামায়াতে ইসলামী ১৯৭১ সালেও ধর্মের দোহাই দিয়ে
রাজনৈতিক ফায়দা লুটেছে। ধর্মের দোহাই দিয়ে ধর্ষণ, লুণ্ঠন করেছে। ১৯৭১ সালে তারা
ভুল করেছিল, সে ধরনের উপলব্ধি এই দলটির মধ্যে আসেনি। তাণ্ডব চালিয়েই যাচ্ছে।
রাষ্ট্রকে বিষয়টি দৃঢ়ভাবে মোকাবিলা করতে হবে। সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক
দলগুলোকেও এদের তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।
No comments:
Post a Comment