পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | তারিখ: ০২-০২-২০১৩
চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ও লাখেরা গ্রামে বৌদ্ধবিহার ও মন্দিরে হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে উড়ো চিঠি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।গত ৩০ জানুয়ারি দুপুরে মামলার বাদী কোলাগাঁও রত্নাঙ্কুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষুকে এই হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে গত বুধবার বিকেলে অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু বাদী হয়ে পটিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন। সূত্র জানায়, প্রেরকের নামবিহীন রেজিস্টার্ড ডাকে পাঠানো চিঠির ঠিকানা দেওয়া হয়েছে কোলাগাঁও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লি.। চিঠিতে বলা হয়, ‘দীপানন্দ ভিক্ষু, আমরা জানি তুমি পটিয়ায় বৌদ্ধবিহারে হামলার জন্য আমাদের বিরুদ্ধে মামলা করেছ। তুমি মামলার বাদী। তোমার কারণে আজ আমরা ঘরে থাকতে পারছি না। যদি ১০ দিনের মধ্যে মামলা প্রত্যাহার করে পটিয়া থেকে চলে না যাও, তাহলে শুধু তুমি না, তোমার গোষ্ঠীশুদ্ধ শেষ করে দেব। কথাটা মনে থাকে যেন। অন্যথায় মৃত্যুর জন্য তৈরি হও। ইতি- ভুক্তভোগী।’ বিহারের অধ্যক্ষ দীপানন্দ ভিক্ষু বলেন, এর আগেও সন্ত্রাসীরা মামলা তুলে নেওয়ার জন্য তাঁকে বেনামে হুমকি দেওয়া হয়েছে। বুধবার চিঠির মাধ্যমে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। তিনি তাঁর নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।পটিয়া থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ উড়ো চিঠির সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে ভিক্ষু বাদী হয়ে পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
No comments:
Post a Comment