Saturday, January 14, 2012

রামুতে বৌদ্ধ বিহার থেকে ১৩টি বুদ্ধমূর্তি চুরি

রামু প্রতিনিধি ॥

কক্সবাজারের রামুতে ১৩টি বুদ্ধমূর্তি চুরি হয়েছে। রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাজারীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহারে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এর মধ্যে দেড় কেজি ওজনের মূল্যবান একটি পিতলের বুদ্ধমূর্তিও রয়েছে।
বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উদেম্মা পিয়া ভিক্ষু জানান, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে তিনি বৌদ্ধ বিহারের প্রধান ফটকে তালা দিয়ে ঔষধ কিনতে যান। এ সুযোগে চোরের দল কৌশলে মন্দিরের পাটাতনের তক্তা ভেঙে ভেতরে ঢোকে। তারা দুশ বছরের পুরনো একটি বুদ্ধমূর্র্তি এবং ছোট ছোট আরও বারটি মূর্তি চুরি করে নিয়ে যায়। মূর্তিগুলো রূপা ও পিতলের মিশ্রণে তৈরি।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে নজিবুল ইসলাম জানান, চুরির ঘটনায় বিহার অধ্যক্ষ বাদী হয়ে গতকাল শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি দাবি করেন, তেরটি নয়, এক কেজি পাঁচশ গ্রাম ওজনের একটি বুদ্ধমূর্তি চুরি হয়েছে। তিনি জানান, সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে বিহারটি জীর্ণ হয়ে আছে। হয়ত কোনো মাদকাসক্ত লোক এ কাজ করতে পারে।
From Dainik Azadi

No comments:

Post a Comment