Pages

Wednesday, May 22, 2013

'অহিংসা পরম ধর্ম'


বিনোদন খবর
   গৌতম বুদ্ধকে নিয়ে শাহীদ শরিফের প্রযোজনায় আরটিভি নির্মাণ করেছে তথ্যচিত্র ‘অহিংসা পরম ধর্ম’। তথ্যচিত্রটিতে তুলে ধরা হয়েছে গৌতম বুদ্ধের জীবন, কর্ম, বাণী, মোহমুক্তির মন্ত্রসহ বিভিন্ন বিষয়।

এ বিষয়ে প্রযোজক শাহীদ গ্লিটজকে বলেন, “তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে বৃহস্পতিবারের বুদ্ধ পূর্ণিমাকে উপলক্ষ করে। এদিন বৌদ্ধধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জন্মদিন। একই দিনে বুদ্ধের বোধি লাভ আর মহাপরিনির্বাণও হয়।”

তিনি আরও বলেন, “খ্রিস্টপূর্ব ৫৬৩ সালে বৈশাখী পূর্ণিমা তিথিতে বর্তমান নেপাল ও ভারতের সীমান্তবর্তী এলাকায় শাক্যরাজ শুদ্ধোধন ও রানি মহামায়ার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সিদ্ধার্থ। জন্মের সাত দিন পরই সিদ্ধার্থের মা ইহলোক ত্যাগ করেন। তখন মাসি মহাপ্রজাপতি গৌতমী সিদ্ধার্থের লালন-পালন করেন। এ কারণে সিদ্ধার্থ ‘গৌতম’ নামে পরিচিতি পান। গৌতম তাঁর জীবন দিয়ে প্রমাণ করেছেন, ত্যাগেই জীবন সার্থক ও সুন্দর হতে পারে। তিনি হয়ে ওঠেন মুক্তির পথ-নির্দেশক-গৌতম বুদ্ধ।”

প্রযোজক জানিয়েছেন, ২৩ মে বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে তথ্যচিত্রটি প্রচার করবে আরটিভি।

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/এসএম/মে ২১/১৩

No comments:

Post a Comment